২০২৬ ফুটবল বিশ্বকাপ হবে উত্তর আমেরিকায়

|

২০২৬ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক নির্বাচিত হলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বুধবার ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ১৯৯৪ সালের পর আবারও উত্তর আমেরিকায় বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছে।

বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে উত্তর আমেরিকার দেশ ৩টির সাথে প্রতিযোগিতায় ছিল মরক্কো। কিন্তু ১৩৪-৬৫ ভোটে হার মানতে হয়েছে তাদের। প্রথমবারের মতো ৩টি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল। তবে, সিংহভাগ ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। ৮০টি ম্যাচের মধ্যে ১০টি কানাডায় ও ১০টি মেক্সিকোতে হবে। বাদবাকি ৬০টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

এর আগে, যুক্তরাষ্ট্র (১৯৯৪) ও মেক্সিকো (১৯৭০ ও ১৯৮৬) বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেলেও এই প্রথমবারের মতো কানাডার ভাগ্যে শিকে ছিড়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply