বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান, বিদেশি সাহায্যের আহ্বান

|

ছবি: সংগৃহীত

বন্যায় বিপর্যস্ত আফগানিস্তানে বিদেশি সাহায্যের আহ্বান জানিয়েছে তালেবান সরকার। শনিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, বন্যা-ভূমিধসে চলতি মাসেই মৃত্যু হয়েছে ১৯২ জনের।

মারা গেছে হাজার হাজার গবাদি পশু। উপড়ে গেছে ১৭ লাখের বেশি ফলের গাছ। পানি নেমে গেলেও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় গৃহহীন হয়ে পড়েছে লাখো মানুষ। তাঁবুতে আশ্রয় নিয়েছে কেউ কেউ। তবে সেটুকুও জুটছে না অনেকের। খোলা আকাশের নিচে চলছে মানবেতর জীবনযাপন।

আসন্ন শীতের আগে দুর্গতদের নিরাপদ ঠাঁইয়ের ব্যবস্থা না করলে ঘটবে বড় ধরনের বিপর্যয়, এমন আশঙ্কা করছে প্রশাসন। এই মুহূর্তে ১০ লাখের বেশি পরিবারের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তালেবান প্রশাসন। দরকার খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, তাঁবু’সহ অতি জরুরি ত্রাণ।

গত ৩ মাস ধরেই একের পর এক দুর্যোগের কবলে আফগানিস্তান। একদিকে খরা, অন্যদিকে বন্যা। আঘাত হেনেছে ভূমিকম্পও। কেবল জুন মাসেই দেশটিতে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগে।

সাম্প্রতিক বন্যা-ভূমিকম্পের জেরে ব্যাপক হারে ছড়িয়েছে রোগ বালাই। খাবারের পানির তীব্র সংকট। গৃহহীনদের মধ্যে ছড়িয়ে পড়ছে নিউমোনিয়া। আক্রান্ত বহু শিশু। বিপর্যয় ঠেকাতে বিদেশি সহায়তা প্রয়োজন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply