টস জিতে বোলিং নিলো ভারত; পান্তের জায়গায় একাদশে কার্তিক

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। একাদশে রিশাভ পান্তের জায়গায় এসেছেন দীনেশ কার্তিক।

টস জিতে রোহিত শর্মা বলেন, আমি মনে করি না টস জেতা অনেক গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছুদিন ধরেই খেলছি। তাতে টসের গুরুত্ব এত বেশি দেখিনি। এখন উইকেটে ঘাস আছে আর সেটাই কাজে লাগাতে চাই। তৃতীয় পেসার হিসেবে দলে আছে আভেশ খান। রিশাভ পান্তের জায়গায় এসেছেন দীনেশ কার্তিক।

ছবি: সংগৃহীত

অন্যদিকে, পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, আমরাও বল করতেই চেয়েছিলাম। একাদশে রয়েছে তিন পেসার এবং দুই স্পিনার। অভিষেক হতে যাচ্ছে নাসিম শাহর।

পাকিস্তানের একাদশ: ১। বাবর আজম (অধিনায়ক), ২। মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ৩। ফখর জামান, ৪। আসিফ আলী, ৫। ইফতিখার আহমেদ, ৬। খুশদিল শাহ, ৭। শাদাব খান, ৮। মোহাম্মদ নাওয়াজ, ৯। শাহনাওয়াজ দাহানি, ১০। হারিস রউফ, ১১। নাসিম শাহ।

ভারতের একাদশ: ১। কেএল রাহুল, ২। রোহিত শর্মা (অধিনায়ক), ৩। ভিরাট কোহলি, ৪। সূর্যকুমার যাদব, ৫। হার্দিক পান্ডিয়া, ৬। দীনেশ কার্তিক, ৭। রবীন্দ্র জাদেজা, ৮। ভুবনেশ্বর কুমার, ৯। আভেশ খান, ১০। যুজবেন্দ্র চাহাল, ১১। আর্শ্বদ্বীপ সিং।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply