আজ মুখোমুখি সালাহ-সুয়ারেজ

|

বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিনে আজ সন্ধ্যা ছয়টায় মিসরের মুখোমুখি হবে উরুগুয়ে। গ্রুপ  এ’র ম্যাচে মিশরের বিপক্ষে কিছুটা হলেও এগিয়ে থাকবে উরুগুয়ে। দলের মূল কান্ডারি হয়ে উঠতে পারেন লুইস সুয়ারেজ। বিপরীতে ওয়ান ম্যান আর্মি খ্যাত মিশরের সালাহ।

এরই মধ্যে দর্শকদের নজর কেড়ে নিলেও সালাহ’র বাইরে কোন প্ল্যান নেই তাদের কাছে। বি’ গ্রুপের ১ম ম্যাচে স্পট লাইটে থাকবে মরক্কোর অ্যাজাক্সের মিডফিল্ডার হাকিম জিয়েচ। আর ইরানের ভরসা রাশিয়ান ক্লাব রুবিন কাজানে খেলা সারদার আজমানের উপর।

এই বছরের মার্চের শেষ দিকের ম্যাচের কথা মনে আছে কারো?

পর্তুগালের সাথে মিশরের প্রস্তুতি ম্যাচটি। সেই ম্যাচে শেষ মুহূর্তে রোনালদোর জোড়া গোলে জয় পেয়েছিলো পর্তুগীজরা। তবে, পুরো ৯০ মিনিট ম্যাচে দাপটটা ছিলো কিন্তু সালাহ বাহিনীরই।

এবার বিশ্বকাপতো বটেই পুরো মিশর দলের বিজ্ঞাপন লিভারপুলের ফরোয়ার্ড সালাহ। গোটা মিশর দলের ২২ জনের যেখানে মোট আন্তর্জাতিক গোল ৩৩টি সেখানে দু’টি গোল বেশি মোহামেদ সালাহ’র।
৫৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মোহামেদ সালাহ ক্যারিয়ারে বল জালে জড়িয়েছে ৩৫বার। বাছাই পর্বে আফ্রিকা অঞ্চলের সর্বোচ্চ স্কোরারও ছিলেন তিনি। তবে চোটের কারনে প্রথম ম্যাচ খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় কাটেনি এখনও।

দুই বিশ্বকাপ জয়ি উরুগুয়ে ব্যালান্স দল। কাভানি, গর্ডিনদের মতো একাধিক তারকার ভিড়ে স্পটলাইন কেড়ে নিচ্ছেন লুইস সোয়ারেজ। ৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সুয়ারেজের গোলের সংখ্যা ৫১টি। বাছাই পর্বে কাভানি ১০ গোলের বিপরীতে তার ৫ গোল কিছুটা হতাশজনক হলেও, বিশ্বকাপ বলেই লাইম লাইটে সোয়ারেজ। ২০১০ বিশ্বকাপে হাত দিয়ে বল আটকানো কিংবা ১৪ বিশ্বকাপের মত কামড় দিয়ে আলোচনায় আসা সোয়ারেজ এবার গোল করে নাকি আবারও নতুন কিছু করে চমক দেবে সেই অপেক্ষায় সমর্থকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply