শামিমাকে আইএসের কাছে পাচারে পশ্চিমা গুপ্তচরদের হাত ছিল, আরও যা বলছে বিবিসি

|

মানবপাচারের শিকার হয়েছিলেন জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্য শামিমা বেগম। আইএস ব্রাইড বা আইএস বধূ হিসেবে পরিচিত এই নারীকে পাচারে পশ্চিমা গোয়েন্দা সংস্থার সদস্যদের হাত রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গণমাধ্যমটির বিশেষ প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হওয়া শামীমা বেগমকে আইএসের হয়ে লড়তে সিরিয়ায় পাঠিয়েছিলেন কানাডার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এক ব্যক্তি। তার নাম মোহাম্মদ আল রশিদ। তিনি কানাডীয় গোয়েন্দাদের তথ্য সরবরাহ করতেন।

রশিদ কানাডার কাছে শামীমার পাসপোর্টের তথ্য দিয়েছিলেন বলে উঠে আসে বিবিসির প্রতিবেদনে। জানানো হয়, তুরস্কের ইস্তাম্বুলের প্রধান বাসস্টেশনে এই তিন কিশোরী মোহাম্মদ আল রশিদ নামের একজনের সঙ্গে দেখা করেন। ওই রশিদই তাদের আইএস নিয়ন্ত্রিত সিরিয়ায় নিয়ে যান।

আইএসের সাথে সম্পৃক্ততার কারণে শামিমার নাগরিকত্ব বাতিল করেছে ব্রিটিশ সরকার। বর্তমানে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে আছেন এই নারী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply