উত্তর কোরিয়ার উপকূলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান

|

উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় সীমান্ত ঘেঁষে বোমারু বিমানের শোডাউন করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, শনিবার উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে উড়ে যায় মার্কিন বিমানবাহিনীর বি-ওয়ান বি ল্যান্সার বোমারু বিমানসহ আরও কয়েকটি যুদ্ধবিমান।

মুখপাত্র ডানা হোয়াইট বলেন, পিয়ংইয়ং-এর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সক্ষমতার জানান দিতেই এই শোডাউন। উত্তর কোরিয়ার পুঙ্গিয়ে-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে মৃদু ভূকম্পনের পর তারা আবারও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও চীন। এদিকে উত্তর কোরিয়া বলছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসি আচরণ মিসাইল হামলা অবশ্যম্ভাবী করে তুলছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে এটিকে যুক্তরাষ্ট্রের ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত আখ্যা দেন উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply