মাঠে নেমেছে উরুগুয়ে-মিশর, খেলছেন না সালাহ

|

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও মোহাম্মদ সালাহর মিশর। কিন্তু মোহাম্মদ সালাহ আজকের ম্যাচে খেলছেন না। অপরদিকে খেলছেন সুয়ারেজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হয়েছে।

গ্রুপ এ থেকে পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে কাগজ কলমের শক্তি, ঐতিহ্য, ফর্ম সবকিছুর বিচারেই ফেভারিট সোয়ারেজ, কাভানিদের উরুগুয়ে।

বিশ্বকাপের প্রথম আসরে ১৯৩০ আর ৫০ সালে দুবার বিশ্বকাপ যেতে উরুগুয়ে। কিন্তু এরপর আর কখনই বিশ্বকাপের মঞ্চে সাফল্য নেই ল্যাটিন আমিরেকিরা ঐতিহ্যবাহী দলটির। এবার সেই সাফল্য ক্ষরা কাটাতে চায় দলটি। সেই স্বপ্ন পুরনে ল্যাটিন আমেরিকানদের সবচেয়ে বড় ভরসা সুয়ারেজ, কাভানিকে নিয়ে গড়া আক্রমন ভাগ। এছাড়াও অধিনায়ক গডিন, পেরেরা, মুসলেরার মত অভিজ্ঞরাতো আছেই।

এদিকে আজ মোহামেদ সালাহর জন্ম্ দিন। হতে পারতো বিশ্বকাপ অভিষেক। কিন্তু সেটা আর হলো না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply