বন্যায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৩০০

|

ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান। এখন পর্যন্ত বন্যায় প্রায় ১৩০০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ (এনডিএমএ)। এখনও বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে বলে জানানো হয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ সংস্থা জিও নিউজে।

রোববার (৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে এনডিএমএ। বলা হয়, বন্যার কারণে পাকিস্তানে এখন পর্যন্ত ১২৯০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ২৯ জন। দেশটিতে মোট ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। ভুক্তভোগীদের সহায়তায় কাজ করছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা।

গত জুন মাস থেকেই বন্যায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চল। বন্যায় মোট ১৪ লাখ ৬৮ হাজার ১৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ৭ লাখ ৩৬ হাজার ৪৫৯টি গবাদি পশু। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ বিলিয়ন ডলার। তবে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনও চলছে বলে জানিয়েছে এনডিএমএ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply