‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে বগুড়ায় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

|

ঢাকা-বগুড়া মহাসড়কে বিক্ষোভরত শিক্ষার্থীরা।

বগুড়া ব্যুরো:

পরীক্ষা ব্যবস্থায় ’ক্যারি অন পদ্ধতি’ বহাল রেখে ’সিজিপিএ পদ্ধতি’ বাতিলের দাবিতে বগুড়ায় বিক্ষোভ
সমাবেশ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ এবং টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।

জানা গেছে, দাবি আদায়ে ক্লাস বর্জন করে দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতাল চত্বর থেকে মিছিল বের করেন দুই কলেজের শিক্ষার্থীরা। পাশের বগুড়া-ঢাকা মহাসড়ক ঘুরে মিছিলটি কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজে যেকোনো বর্ষে অকৃতকার্য হলেও আগের ‘ক্যারি অন’ পদ্ধতিতে পরবর্তীতে একই ব্যাচে পড়াশোনা চালিয়ে যাবার সুযোগ পেতেন শিক্ষার্থীরা। কিন্তু ’সিজিপিএ পদ্ধতিতে’ সে সুযোগ থাকছে না। এতে সেশনজট বাড়বে। পাশাপাশি এ, বি, সি নামে বিভিন্ন গ্রেড দিয়ে মূল্যায়ন করা হলে চিকিৎসকদের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে। তাই শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষে চালু করা ’সিজিপিএ পদ্ধতি’ বাতিল করে আগের ’ক্যারি অন পদ্ধতি’তে পরীক্ষার মূল্যায়ন ও ফলাফল প্রকাশের দাবি জানান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply