‘প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার খবর ভুয়া’

|

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার কোন তথ্য নেই সরকারের কাছে। এই সংক্রান্ত খবর ভুয়া। আজ রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে যেন কেউ সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে না পেরে সেদিকে কঠোর নজর রাখছে সরকার।

এর আগে আজ সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার ভারত ও মিয়ানমার ভিত্তিক দুটি পত্রিকায় খবর প্রকাশিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ২৪ আগস্ট হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে তাঁর দেহরক্ষীরা তা ব্যর্থ করে দিতে সক্ষম হয়।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply