শুধু কান্নার আওয়াজ নীলফামারীর সেই গ্রামে

|

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সন্তান হারিয়ে যেন বাঁচার শেষ অবলম্বনটুকু হারিয়েছে হতদরিদ্র নয়টি পরিবার। দুর্ঘটনায় দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন চওড়া গ্রামবাসী।

স্বজন হারানো মানুষের আহাজারি আর বিলাপে ভারি হয়ে উঠেছে নীলফামারীর চওড়া গ্রামের পরিবেশ। সড়ক দুর্ঘটনায় এক রাতে ঝরে গেছে এ গ্রামের ৯ জন তরুণের প্রাণ।

প্রিয় জনের মৃত্যুর খবরে গ্রামে ছুটে আসে নিকট আত্মীয়রা। ঈদ আনন্দের রেশ কাটতে না কাটতে সন্তান হারানোর ঘটনায় শোক সাগরে অভিভাবকরা।

মর্মান্তিক এই দুর্ঘটনা কোনভাবেই মানতে পারছে না প্রতিবেশীরা। দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

রোববার ঈদের ছুটিতে পিকনিক করতে পাশের জেলার বিনোদনকেন্দ্র স্বপ্নপুরী যান চওড়া গ্রামে ২৬ তরুণ। রাতে ফেরার পথে তাদের বহনকারী পিকআপকে ধাক্কা দেয় নৈশ কোচ। ঘটনাস্থলেই মৃত্যু হয় আটজনের। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply