যে কারণে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ইংল্যান্ড-তিউনিশিয়ার

|

জি গ্রুপের ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে আসরের এক বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। র‌্যাংকিং-এ ১৩ ও ১৪ নম্বর দলের মধ্যে লড়াইটা তাই বেশ জমজমাট হবে বলে বিশ্বাস দুই দলের কোচেরই। সবশেষ ৯৮ সালের দেখায় তিউনিশিয়াকে হারিয়েছে ইংলিশরা। তবে এবারের বাছাই পর্বে বেশ দাপটের সাথে পার করা আফ্রিকার দেশটিও ছিনিয়ে নিতে পারে ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

এবারের বিশ্বকাপে ফিফার র‌্যাংকিংয়ে সবচেয়ে কাছাকাছি থাকা দুই দলের লড়াই আজকের খেলা। ফলে এ ম্যাচে উভয়পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক সময়ে নিজেদের ফর্মের তুঙ্গে রয়েছে ইংলিশরা। অভিজ্ঞতা আর নবীনদের মিশেলে দলটির মূল শক্তি মাঝমাঠ। রক্ষণে ওয়াকার-হ্যারি ম্যাগুয়ার আর জন স্টোনসকে ভেঙ্গে এগুনো তাই অনেকটাই কষ্টের হবে কার্থেজের ঈগলদের জন্য।

তবে ডেলে আলী, হেন্ডারসন, লিনগার্ড, স্টার্লিংদের মত তারকায় আস্থা রাখছেন কোচ গ্যারেথ সাউথ গেট। আফ্রিকান দল তিউনিশিয়াও রয়েছে সেরা ছন্দে। রক্ষণে ইউসেফ, মেরিয়াহ, বেদুইরা পাহাড়া দেবেন কার্থেজের ইগলদের রক্ষণভাগ। মাঝমাঠে সাসি, বেন আমর, সাখিরি, বাদ্রিদের নিয়ে পরের পর্বের স্বপ্ন দেখতেই পারে অতীতে কখনো ১ম পর্ব না পেরুতে পারা দলটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply