একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৩৯, মৃত ১

|

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩৯ জন। আর সারাদেশের বিভিন্ন হাসাপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৩৬০ জন।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ১ হাজার ১২৮ জন। সেপ্টেম্বরের ১০ দিনে ডেঙ্গু আক্রান্ত হন ২ হাজার ৫৬৯ জন। এ সময় মারা যান ১২ জন।
গত আগস্ট মাসে আক্রান্ত হন ৩ হাজার ৫২১ জন এবং মারা যান ১১ জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে মারা গেলেন ৩৩ জন। আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৫০ জন।

এরইমধ্যে এডিস মশার লার্ভা নিধনে চলছে ঢাকার দুই সিটি করপোরেশনের অভিযান। উত্তর সিটির অভিযানে বাসাবাড়ির আশপাশে এডিসের লার্ভা পাওয়ায় ১৪ টি মামলায় মোট ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার জানান, এডিস প্রতিরোধ কার্যক্রম আরও বাড়াতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply