স্বাগতিক রুশদের বিপক্ষে নামবে মরিয়া মিসর

|

গ্রুপ এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক রাশিয়া ও মিশর। জয়ের ধারায় থেকে নকআউট পর্বের পথটা সহজ করে নিতে চাইছে রাশানরা। অন্যদিকে, বিশ্বকাপে টিকে থাকতে মরিয়া হয়েই মাঠে নামবে মিশর। তবে, দলের মূল ভরসা মোহামেদ সালাহ মাঠে নামবেন কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ম্যাচের আগে আরেকটি ফিটনেস টেস্টের পরই তা নিশ্চিত হবে। সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি শুরু হবে রাত ১২টায়।

‘ডু অর ডাই’ ম্যাচে অ্যাটাকিং ফুটবল খেলার দিকেই মনযোগ ফারাওদের। সালাহ’র বিষয়টি এখনও নিশ্চিত না করলেও দলে আপাতত আর কোনো ইনজুরি নেই বলে জানিয়েছেন কোচ হেক্টর কুপার। অপরদিকে, সৌদি আরবকে ৫-০ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করা রাশিয়া বিশ্বকাপে সেরা সাফল্যের স্বপ্ন দেখছে। এ ম্যাচ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবার সুযোগ থাকছে তাদের সামনে। তাই প্রথম ম্যাচে দুই গোল করা ডেনিস চেরশেভের এবং সিএসকে মস্কোতে খেলা অ্যালেকজান্ডার গলভিনের দিকে তাকিয়ে থাকবেন কোচ স্ট্যানিসলাভ চেরশেভ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply