সীমান্তবর্তী শহর ভোবশানস্ক দখলমুক্ত করলো ইউক্রেন

|

রাশিয়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর ‘ভোবশানস্ক’ দখলমুক্ত করলো ইউক্রেনীয় বাহিনী। তাদের এ অগ্রযাত্রা পুতিন প্রশাসনের জন্য সরাসরি চ্যালেঞ্জ। খবর রয়টার্সের।

গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রুশ সীমানা থেকে মাত্র ৩ কিলোমিটার দূরের শহরটি শত্রুমুক্ত করার ঘোষণা দেয় জেলেনস্কি প্রশাসন।

গত ফেব্রুয়ারিতে সামরিক অভিযানের প্রথমদিনই শহরটি দখলে নিয়েছিল রাশিয়া। তাছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর মেলিটোপল ছেড়েছে রুশ সেনাবহর। তাদের ট্যাংক ও সাঁজোয়া যান এগুচ্ছে ক্রাইমিয়ার দিকে। অঞ্চলটির শোনহার চৌকিতে বর্তমানে ঘাঁটি গেড়েছে রুশ সেনাবহর।

গেলো কয়েকদিনে খারকিভে ৬ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, এরমধ্যে ৮০ ভাগ শহর-লোকালয়ে ফেরানো গেছে ইউক্রেনের শাসন।

অবশ্য, রাশিয়ার বক্তব্য, এখনও লক্ষ্য পূরণ হয়নি। শিগগিরই দোনবাস ফ্রন্টলাইনে চালানো হবে জোরালো হামলা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply