শিষ্য হাল্যান্ড গার্দিওলাকে মনে করিয়েছেন গুরু ক্রুইফের কথা

|

পেপ গার্দিওলা ও আর্লিং হাল্যান্ড। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তাদের মাঠেই ২-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শুরুতে পিছিয়ে পড়া ম্যানসিটিকে ৮০ মিনিটের মাথায় সমতায় ফেরান ডিফেন্ডার জন স্টোনস। এর ৪ মিনিট পর দারুণ এক গোলে ম্যানসিটির জয় নিশ্চিত করেন এই মৌসুমেই দলে ভেরা আর্লিং ব্রাউট হালান্ড।

সাবেক ক্লাব বরুশিয়ার বিপক্ষে অবিশ্বাস্য এই গোল করে সবার প্রশংসা কুড়াচ্ছেন আর্লিং হালান্ড। প্রশংসা করেছেন সিটি কোচ পেপ গার্দিওলাও। জানিয়েছেন, হাল্যান্ডের এমন গোল তাকে মনে করিয়ে দিয়েছে ইয়োহান ক্রুইফের কথা। খেলোয়াড়ি জীবনে পেপ গার্দিওলার গুরু ছিলেন ইয়োহান ক্রুইফ।

আরও পড়ুন: ১৩ বছরে শুরু পেশাদার ফুটবল, ৪২ বছরের রেকর্ড ভাঙলেন যুক্তরাজ্যের কিশোর

ম্যাচ শেষে গার্দিওলা জানান, অনেক বছর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে ইয়োহান ক্রুইফের করা গোলটি মনে পড়ে গিয়েছিলো তার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply