জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ছেড়েছে যুক্তরাষ্ট্র

|

ইসরায়েল-বিরোধী মনোভাব পোষণের অভিযোগ এনে এবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা- ইউএনএইচআরসি’র সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি।

উদ্দেশ্য প্রণোদিতভাবে সংস্থাটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরোধিতা করে আসছে বলে দাবি করেন হ্যালি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কাউন্সিলের গঠনতন্ত্র আর নীতিমালা সংস্কারের চাইলেও এতে বাধা তৈরি করছে রাশিয়া, চীন, কিউবা ও মিসর।

এর প্রতিক্রিয়ায় ইউএনএইচআরসি প্রধান জাইদ রা’দ আল হুসাইন বলেন, যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত হতাশাজনক হলেও অপ্রত্যাশিত নয়।

সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী। ২০০৬ সালে গঠিত জেনেভা-ভিত্তিক কাউন্সিলটিতে যুক্তরাষ্ট্র যোগ দেয় ২০০৯ সালে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply