ভারতে সেতুর রেলিং ভেঙে অর্ধশতাধিক যাত্রীসহ বাস নদীতে, নিহত অন্তত ৬

|

ভারতের ঝাড়খন্ডের হজারিবাগে সেতুর রেলিং ভেঙে একটি বাস খাদে পড়ে ৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। তবে মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল। খবর এনডিটিভির।

শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গিরিডি থেকে রাঁচি ফেরার পথে ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে সিওয়ান নদীর রেলিং ভেঙে নিচে পড়ে যায় একটি বাস। তবে বাসটি যে জায়গায় পড়েছিল, সেখানে নদীর পানি ছিল না। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু হলে উদ্ধারকারী দল দুটি মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও চার জনের মৃত্যু হয়।

এনিয়ে, হজারিবাগের পুলিশ সুপার মনোজরতন চোথে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়। তবে নদীর পানির মধ্যে বাসটি পড়েনি। তেমন হলে হতাহতের সংখ্যা আরও বাড়তো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply