আজই জাপানে আছড়ে পড়তে পারে টাইফুন ‘নানমাদোল’, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

|

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন নানমাদোল। রোববারই (১৮ সেপ্টেম্বর) টাইফুনটি দক্ষিণাঞ্চলীয় কিউশু উপকূলে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে প্রদেশটির কয়েক লাখ বাসিন্দাকে। নিরাপদ আশ্রয়ের আবেদন জানিয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। খবর আল জাজিরার।

দেশটির আবহাওয়াবিদরা বলছেন, টাইফুনের প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ২৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। ২৪ ঘণ্টায় ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। এরই মধ্যে ওই এলাকায় ভূমিধস ও বন্যার বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কিউশুতে আঘাতের পর ঝড়টি টোকিওর দিকে অগ্রসর হবে। ভয়াবহ দুর্যোগের আশঙ্কায় এরই মধ্যে অঞ্চলটিতে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। জাপানের সর্বদক্ষিণের কিউশু প্রদেশে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের বাস। তাই ব্যাপক প্রাণহানি এড়াতে সব বাসিন্দাদের নিরাপদে স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply