প্রথম শ্রেণির ক্রিকেটে আর খেলবেন না রুবেল

|

ছবি: সংগৃহীত

প্রথম শ্রেণির ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পেসার রুবেল হোসেন। অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে না থাকার ব্যাপারে বিসিবিকে জানিয়েছেন তিনি।

সাদা বলে সীমিত পরিসরের ক্রিকেটে লম্বা সময় ধরে খেলার পরিকল্পনা থেকে এমন সিদ্ধান্ত রুবেল হোসেনের। ১২ বছরের বেশি সময় ধরে আসা যাওয়ার মধ্যে থাকা টেস্ট ক্যারিয়ারে ২৭ ম্যাচে ৩৬ উইকেটের মালিক রুবেল। বোলিং গড় ৭৬.৭৭। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ ম্যাচে রুবেলের উইকেট সংখ্যা ৯৭। বোলিং গড় ৫৪.০৩।

তবে, সাদা বলের ক্রিকেটে রুবেলের পরিসংখ্যান বেশ ভালো। ১০৪টি ওয়ানডে খেলে ৩৪.৩২ গড়ে নিয়েছেন ১২৯ উইকেট। আর ২৮ টি-টোয়েন্টি ম্যাচে ৩২.৫৭ গড়ে রুবেলের শিকার ২৮ উইকেট।

আরও পড়ুন: বিশ্বকাপে মিরাজের সাথে কি আফিফ ওপেনিং করবেন?

রুবেল সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত এপ্রিলে ঢাকা লিগে। জাতীয় দলের বাইরে থাকায় ফিটনেস ট্রেনিং করেই আপাতত সময় কাটছে এই পেসারের।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply