শক্তিশালী টাইফুনের তাণ্ডবে লণ্ডভণ্ড জাপানের উপকূল

|

শক্তিশালী টাইফুন নানমাদোলের তাণ্ডবে লণ্ডভণ্ড জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা।

স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাপানের কিউশু অঞ্চলে আঘাত হানে টাইফুন নানমাদোল। প্রায় দেড়শ মাইল গতিবেগে আঘাত হানে ঝড়টি।

এর প্রভাব পড়ে মিয়াজাকি, শুকোকুসহ আরও ৪টি অঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ লাখ ঘরবাড়ি এবং স্থাপনা। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৮০ লাখ মানুষকে। নানমাদোলের গতিপথ ঘুরে জাপানের প্রধান দ্বীপ হোনশু অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply