বিশ্বনেতাদের সাথে রানির শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

|

রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাচ্ছে ব্রিটেন। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয় অন্ত্যেষ্টিক্রিয়ার মূল আনুষ্ঠানিকতা। বিশ্বনেতাদের সাথে সেখানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ ২ হাজার অতিথি।
সব আয়োজন শেষে, উইন্ডসর ক্যাসেলে সমাধিস্ত হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের পাশেই শায়িত হবেন রানি। এর মাধ্যমে ব্রিটেনে শেষ হবে ১০ দিনের রাষ্ট্রীয় শোক।

শুরুতে রানির শববাহী কফিন নেয়া হয় লন্ডনের ওয়েলিংটনে। সেখানে প্রার্থনা ও আনুষ্ঠানিকতা শেষে উইন্ডসর ক্যাসেলে নেয়া হবে কফিন। পরে, সেইন্ট জর্জ চ্যাপেলে রাখা হবে রানির মরদেহ। সেখানেই শ্রদ্ধা নিবেদন করবেন বিশ্বের নানা দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, তাদের প্রতিনিধিসহ ২ হাজার অতিথি।

গেলো ৮ সেপ্টেম্বর, স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দ্বিতীয় এলিজাবেথ। তার প্রয়াণে ইতি ঘটে ব্রিটেনের সাত দশকের উজ্জ্বল অধ্যায়ের। দীর্ঘ ৭০ বছর ধরে ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন রানি। তার মৃত্যুর পর ব্রিটেনের রাজা হয়েছেন তার ছেলে চার্লস।

আরও পড়ুন: এবার ব্রিটেনের কাছে নিজেদের হিরা ফেরত চেয়ে সরব দক্ষিণ আফ্রিকা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply