যে পথে দেখা মিলবে সাবিনা-সানজিদাদের

|

পূরণ হতে চলেছে সাফজয়ী জাতীয় নারী দলের ফুটবলারদের স্বপ্ন। বুধবার (২১ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করেই বাফুফে ভবনে নেয়া হবে বাংলাদেশের সাফজয়ী মেয়েদের।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে বাংলাদেশের নারী ফুটবল দল। এ সময়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথভাবে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা।

জানা গেছে, বিমানবন্দরে প্রথমে মিষ্টিমুখ করিয়ে মেয়েদেরকে বরণ করা হবে ফুল দিয়ে। তারপর ছোট্ট একটা সংবাদ সম্মেলন আর তারপরেই ছাদখোলা বাসে সাফজয়ী বাঘিনীদের নেয়া হবে বাফুফে ভবনে।

এরপর সানজিদা, সাবিনা, কৃষ্ণাদের বহন করা বাসটি বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট ও প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে বিজয় সরণি দিয়ে তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ ও শাপলা চত্বর হয়ে যাবে বাফুফে ভবন। সেখানে সাফজয়ী দলকে বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply