পদ্মা সেতু প্রকল্পে ব্যয় বাড়ছে ১৪শ কোটি টাকা

|

পদ্মা সেতু প্রকল্পের ভূমি অধিগ্রহণ খরচ বাড়ছে। নদীর গতিপথ পরিবর্তন ও ডুবোচর জেগে ওঠায় ১৪শ কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করেছে সেতু বিভাগ। এ সংক্রান্ত প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায়।

সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, পদ্মা সেতু প্রকল্প শুরু হতে দেরি হওয়ায় মূল নকশার চিহ্নিত স্থানে চর জেগে ওঠে ও বসতি তৈরি হয়। কৃষিকাজ শুরু করেন অনেকে। তাই নতুন করে প্রায় ১২শ হেক্টর জমি অধিগ্রহণ প্রয়োজন। এটি করা না হলে বাধার মুখে পড়বে ড্রেজিং। তাই জমি অধিগ্রহণ প্রকল্পটি আলাদা করে একনেকে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে, প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার ই-পাসপোর্ট প্রকল্প নিয়ে আলোচনা হয় একনেক সভায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply