জান্তা সরকারের অধীনে মিয়ানমারে সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কা; জাতিসংঘের উদ্বেগ

|

মিয়ানমারে জান্তা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না; এমন উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংস্থাটি এ উদ্বেগ জানায়। খবর এপি’র।

জান্তা বাহিনীর অধীনে ব্যাপকভাবে মানবাধিকার লংঘিত হচ্ছে বলে অভিযোগ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হত্যা, গ্রেফতার, যৌন সহিংসতা ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের নাম কোনোভাবেই সম্ভব না বলে দাবি জাতিসংঘের।

দেশটিতে চলমান সহিংসতা দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও কামনা করেছেন বিশেষজ্ঞরা। ২০২১ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। তখন থেকেই গণতন্ত্রপন্থীদের সঙ্গে সামরিক বাহিনীর চলছে সংঘাত। এমন পরিস্থিতির মাঝেই আগামী বছর আগস্টে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে সামরিক সরকার।

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক সংবাদদাতা থমাস অ্যান্ডুস বলেন, মিয়ানমারে নির্বাচনের নামে যা হবে তা পুরোপুরি জালিয়াতি। নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচনের নামে পুরো বিশ্বকেই বোকা বানানোর কৌশল জান্তাদের। যেখানে বিরোধীদের গ্রেফতার-হত্যা চলে, সেখানে অবাধ নির্বাচন সম্ভব না। তাই সামরিক বাহিনী ক্ষমতায় থাকা অবস্থায় সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা বোকামি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply