আইসল্যান্ড-নাইজেরিয়ার ম্যাচে কে জিতলে? কি হবে আর্জেন্টিনার?

|

ক্রোয়েশিয়ার কাছে পরাজয়ের পর গতবারের রানার্সআপ আর্জেন্টিনার বিশ্বকাপ প্রথম রাউন্ডেই শেষ হয়ে গেছে বলেই মনে হচ্ছে। কাগজে কলমে যেটুকু সম্ভাবনা টিকে আছে, বাস্তবায়নটা খুব কঠিন, এবং অন্যের ওপর নির্ভরশীল। এজন্য রাত ৯টার আইসল্যান্ড-নাইজেরিয়া ম্যাচের ফল অনেক গুরুত্বপূর্ণ লাতিন দলটির জন্য। দেখে নেবো কোন সমীকরণে নকআউট পর্বে উঠতে পারে আর্জেন্টিনা।

ক্রোয়েশিয়া-বিপর্যয়ের পর অনেকেই প্রথম রাউন্ডেই বিদায় দেখছেন আলবিসেলেস্তাদের।

মেসিদের ভাগ্য আসলে সুতোর ওপর ঝুলছে। তিনটি পথ খোলা রয়েছে তাদের জন্য। আর এক্ষেত্রে আজ রাতের আইসল্যান্ড-নাইজেরিয়ার ম্যাচটির রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ।

সমীকরণ ১: আর্জেন্টিনার জন্য সবচে ভালো হয় আইসল্যান্ড-নাইজেরিয়া ম্যাচটি ড্র হলে। সেক্ষেত্রে শেষ ম্যাচে ক্রোয়েশিয়া আইসল্যান্ডকে হারালে, নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোতে উঠতে পারবে আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার সাথে ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠবে তারা।

সমীকরণ ২: আজ যদি আইসল্যান্ড নাইজেরিয়াকে হারায়, আর্জেন্টিনার সম্ভাবনা ক্ষীণ হবে আরও। সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ডের পরাজয় তো কামনা করতেই হবে, নাইজেরিয়াকে বড়ো ব্যবধানে হারাতে হবে আর্জেন্টিনাকে। তখন আর্জেন্টিনা ও আইসল্যান্ডের পয়েন্ট হবে ৪। গোল গড় ভাগ্য নির্ধারণ করবে।

সমীকরণ ৩: আর আজ নাইজেরিয়া যদি আইসল্যান্ডের বিপক্ষে জয় পায়, শেষ ম্যাচে সুপার ঈগলদের হারাতে হবে আর্জেন্টিনাকে, পাশাপাশি ক্রোয়েশিয়ার জয় প্রার্থনা করতে হবে আইসল্যান্ডের বিপক্ষে। তখন ৪ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে যাবে আর্জেন্টিনা।

১৭ বারের চূড়ান্ত পর্বে খেলায় একবার এমন অবস্থায় পড়েছিল আর্জেন্টিনা। ১৯৭৪-এর বিশ্বকাপে পোল্যান্ডের কাছে হার, ইতালির সাথে ড্রয়ে ছিটকে পড়তে যাচ্ছিল তারা। শেষ ম্যাচে হাইতিকে ৪-১ গোলে হারিয়ে ইতালিকে টপকে গ্রুপ রানার্সআপ হয়।

এবারের বাছাইপর্বেও বাদ পড়ার শঙ্কায় পড়েছিলেন মেসিরা। শেষ রাউন্ডে ইকুয়েডরের বিপক্ষে নাটকীয় জয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট পায় তারা। ১০ অক্টোবরের সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। তার পায়ের সেই যাদু আরেকবার দেখতে চায় আর্জেন্টাইন ভক্তরা।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply