চুয়াডাঙ্গায় যে মণ্ডপে প্রতিমা তৈরি থেকে বিসর্জন সব হয় নারীদের নেতৃত্বেই

|

প্রতিমা তৈরি থেকে বিসর্জন, সবখানেই নারীদের নেতৃত্ব। দুর্গাপূজার মতো এমন বিশাল আয়োজন নিজ হাতে সামাল দেন নারীরাই। পূজার রীতিনীতিসহ আনন্দ-আয়োজনেও নারীদের অংশগ্রহণ। নারী শক্তির জাগরণে যেখানে পুরুষরা কেবল দর্শক মাত্র। এভাবেই বছরের পর বছর ধরে দুর্গাপূজার আয়োজন করে আসছে চুয়াডাঙ্গার দাস পাড়ার শিবমন্দির মহিলা সংঘের সদস্যরা। অন্যান্য মন্দিরের মধ্যে ব্যতিক্রম এ আয়োজনে পাশে থাকার কথা বলছেন পূজা উদযাপন পরিষদ ও প্রশাসন।

পাঁচ বছর ধরে চুয়াডাঙ্গার দাস পাড়ার শিবমন্দিরে হয়ে আসছে দুর্গোৎসব। সামাল দিচ্ছেন নারীরাই। কোনোরকম বাধা বিপত্তি ছাড়াই আনন্দ আয়োজনে কেটে যায় পূজার সময়। নারীদের নেতৃত্বে দুর্গাপূজার আয়োজনকে নারীশক্তির জাগরণ হিসেবেই উল্লেখ করছেন আয়োজকরা। কমিটির ২১ সদস্য বিভক্ত হয়ে সম্পন্ন করে বিশাল এই কর্মযজ্ঞ। ভবিষ্যতেও এমন ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় তাদের।

ব্যতিক্রম এ আয়োজনে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, আব্দুল্লাহ-আল-মামুন বলেন, প্রতিবারের মতো এবারও পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এছাড়া ১২০টি মন্দিরকে কেন্দ্র করে আমাদের মোবাইল টিম থাকবে।

এবার জেলার ৪ উপজেলায় ১২০টি মন্দিরে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply