লালমনিরহাটে একই আঙ্গিনায় মসজিদ ও মন্দির দেখে অভিভূত নেপালের রাষ্ট্রদূত

|

মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভাণ্ডারী।

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট শহরের পুরানবাজার এলাকায় একই আঙ্গিনায় মসজিদ ও মন্দির দেখে অভিভূত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভাণ্ডারী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) লালমনিরহাট শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকেলে সাপটানা বাজার দেববাড়ী পূজামণ্ডপে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুক্রবার বিকেলে শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন করেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেপালের রাষ্ট্রদুত জানান, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এ ধরনের সাম্প্রদায়িক সম্প্রতির দৃষ্টান্ত পৃথিবীতে বিরল।

সাপটানা দেববাড়ী পূজামণ্ডপের সম্পাদক জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নেপালের ডেপুটি চিফ অব মিশন শ্রী কুমার রাই, জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুকুমার চৌধুরী, বনানী পুজা উদযাপন কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply