৩ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে যেতে মানা

|

উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও শাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে জারি করা হয় প্রেসিডেন্টের এই আদেশ।

লিখিত আদেশে  ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিচ্ছে তার সরকার। হোয়াইট হাউস আলাদা বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়া সহযোগিতামূলক আচরণ না করায় নিষেধাজ্ঞার তালিকায় পড়েছে।

শাদও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে না বলে নিষেধাজ্ঞার আওতায় এসেছে। আর লাতিন দেশ ভেনেজুয়েলার ওপর সম্প্রতি অর্থনৈতিক অবরোধ আরোপের পর এবার ভ্রমন নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র। এটি ট্রাম্পের বহুল বির্তকিত ভ্রমণ নিষেধাজ্ঞা নীতিমালার সম্প্রসারণ।

চলতি বছরই ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। নতুন তালিকায় আফ্রিকান দেশ সুদানকে বাদ দেয়া হয়েছে।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply