এক মামলায় খালেদা জিয়ার জামিনের আদেশ ২ জুলাই

|

ফাইল ছবি

কুমিল্লায় নাশকতার দুই মামলার একটিতে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধেব রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি শেষ হয়েছে। ২ জুলাই আদেশ দেবেন সর্বোচ্চ আদালত। আরেকটির আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশে দেন। আজ এই দুই মামলার আপিল শুনানিতে বিতণ্ডা হয়েছে দুপক্ষের আইনজীবীদের মধ্যে। অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রাজনৈতিক হীন উদ্দেশ্যে ও খালেদার কারাবাস দীর্ঘায়িত করতেই ইচ্ছাকৃতভাবে শুনানি দীর্ঘায়িত করছেন অ্যাটর্নি জেনারেল। শুনানির এক পর্যায়ে আদালত ২ জুলাই পর্যন্ত মুলতবির ঘোষণা দিলেও, খালেদার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আবার শুনানি করেন প্রধান বিচারপতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply