প্রকল্প অনুমোদনের ওপর ইভিএমে ভোট নির্ভর করছে: সিইসি

|

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

আগামী নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহার করা হবে কিনা, তা নির্ভর করছে সরকারের প্রকল্প অনুমোদনের ওপর। এ কথা জানিয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম হ্যাক করা সম্ভব নয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকশন মনিটরিং ফোরামের সাথে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি আরও বলেন, ইভিএম বা ব্যালট বিতর্ক বড় কথা নয়; সবার আগে প্রয়োজন সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন। সে জন্যই কাজ করছে ইসি।

এ সময়, ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইভিএমের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে ইলেকশন মনিটরিং ফোরাম। ইভিএমের ইতিবাচক প্রচারণার জন্য ইসিকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের উদ্বেগ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply