এলইডি টেলিভিশন বিস্ফোরণে উত্তরপ্রদেশে কিশোরের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি লাইট ইমিটিং ডায়োড (এলইডি) টেলিভিশন বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, ওই বিস্ফোরণে আহত হয়েছেন কিশোরের মা, ভাইয়ের স্ত্রী এবং এক বন্ধু। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির একটি দেয়াল এবং কংক্রিটের স্ল্যাব ধসে গেছে।

পুলিশ বলছে, এলইডি টিভি বিস্ফোরণে ওমেন্দ্র নামের ওই কিশোর মুখে, বুকে এবং ঘাড়ে গুরুতর আঘাত পায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মাসহ বিস্ফোরণে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। গাজিয়াবাদ পুলিশ কর্মকর্তা জ্ঞানেন্দ্র সিং বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলইডি টিভি বিস্ফোরণই ওই কিশোরের মৃত্যু এবং বাড়ির দেয়াল ধসের কারণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply