আফগানিস্তানের স্বরাষ্ট্র দফতরের মসজিদে বোমা হামলা

|

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দফতরের মসজিদে চালানো হয়েছে বোমা হামলা। বুধবারের (৫ অক্টোবর) হামলায় নিহত ৪ জন, গুরুতর আহত আরও ২৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় মসজিদে জোহরের নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। মূলত মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং কাজের জন্য আসা মানুষজন সেখানে নামাজ পড়েন। আত্মঘাতী হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। বাকিদের হাসপাতালে নেয়া হলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত-দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, তালেবান সরকারকে কোণঠাসা করতে জঙ্গি সংগঠন আইএস চালিয়েছে এ হামলা। গত শুক্রবারও রাজধানী কাবুলের একটি কোচিং সেন্টারে ঘটানো বিস্ফোরণে প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply