‘জঙ্গি সম্পৃক্ততায়’ গ্রেফতার ৭; বাড়ি ছেড়েছিলেন ৪ জন

|

জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এরমধ্যে ৪ জন বাড়ি ছেড়েছিলেন। ঢাকার আশপাশের কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হোসাইন আহম্মদ, মো. নেসার উদ্দিন ওরফে উমায়ের, বণি আমিন, ইমতিয়াজ আহমেদ রিফাত, মো. হাসিবুল ইসলাম, রোমান শিকদার ও মো. সাবিদ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইনশঙ্খলা বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বলেন, সংশস্ত্র সংগ্রামে অংশ নিতে বাসা থেকে বের হয় তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার নামে একটি সংগঠনের তথ্য দিয়েছে। এটির দক্ষিণ অঞ্চলের নেতা ‘হোসাইন’। তার তত্ত্বাবধানেই জঙ্গি প্রশিক্ষণ হয়েছে বলে র‍্যাবকে জানায় আটককৃতরা।

সংবাদ সম্মেলনে র‍্যাব আরও জানায়, পটুয়াখালী ও ভোলার বিভিন্ন চরাঞ্চলে প্রশিক্ষণ শেষে ঢাকায় এসেছিল তারা। রাজধানীর আশপাশেই হয়েছে তাদের কারগরি প্রশিক্ষণ। এরপর আরেকটি প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply