বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে আরও ৭ দিন লাগবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

|

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ জানতে আরও ৭ দিন লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, এর মধ্যেই তদন্ত শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দেবে কমিটি।

গত মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ইস্যুতে সংশ্লিষ্টদের নিয়ে সচিবালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, সঞ্চালনে এখনও কিছুটা পিছিয়ে আছে বিদ্যুৎ বিভাগ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) আধুনিকায়ন জরুরি। দুই বছরের মধ্যে স্মার্ট গ্রিড বাস্তবায়ন করা যাবে বলে এ সময় আশা প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ বিভ্রাট ইস্যুতে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনাও করেন নসরুল হামিদ। এমন বিদ্যুৎ বিপর্যয় আরও ঘটবে; বিএনপি নেতারা এমন মন্তব্য কী করে করেন, এমন প্রশ্ন তোলেন তিনি। বলেন, এসব মন্তব্য করে নাশকতার চেষ্টা হচ্ছে কিনা সরকার তা খতিয়ে দেখবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply