ভারতীয় কফ সিরাপ খেয়ে গাম্বিয়াতে ৬৬ শিশুর মৃত্যু, সতর্কতা জারি ডব্লিউএইচও’র

|

গাম্বিয়াতে ভারতীয় কোম্পানির ৪ ধরনের কফ সিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যুর পর বৈশ্বিক সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও। এমন ঘটনায় স্যাম্পল সিরাপগুলো পরীক্ষা করছে বলে জানিয়েছে ভারতীয় সরকার। খবর রয়টার্সের।

ডব্লিউএইচও জানিয়েছে, ৬৬ শিশুর মৃত্যুর ঘটনা ও কিডনির অসুস্থতার সঙ্গে এই সিরাপগুলোর সম্ভাব্য সংশ্লিষ্টতা রয়েছে। কফ সিরাপগুলো তৈরি করেছে ভারতীয় মাইডেন ফার্মাসিটিক্যালস। ডব্লিউএইচও বলছে, কোম্পানিটি সিরাপগুলোর নিরাপত্তা দিয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সতর্ক বার্তায় সংস্থাটি জানিয়েছে, সিরাপগুলো সেবনের ফলে সেবনের ফলে গুরুতর অসুস্থ বা মৃত্যু হতে পারে, বিশেষ করে শিশুদের। আরও বলা হয়, গাম্বিয়াতে এই ওষুধগুলো চিহ্নিত করা হয়েছে। কিন্তু হয়ত এগুলো অপর দেশ বা অঞ্চলেও বিতরণ করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে ভারতীয় সিরাপ কোম্পানিটি এখনও কোনো প্রতিক্রিয়া না জানালেও তারা ডব্লিউএইচও’র কাছে শিশু মৃত্যুর ঘটনার প্রমাণ চেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিত করে দেয়া ওষুধগুলো হলো, প্রোমেথাজাইন ওরাল সলিউশন, কোফেক্সমালিক বেবি কফ সিরাপ, ম্যাকফ বেবি কফ সিরাপ ও ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ।

গাম্বিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গত মাসে কয়েক ডজন শিশুর মৃত্যু হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যা তারা জানায়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply