স্টাফ করেসপনডেন্ট, দিনাজপুর:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় গ্রামীণ সড়কের অবস্থা নাজেহাল। বর্ষাকালে কাদায় একাকার হয় সড়কগুলো। এ সময় দুর্ভোগের পাশাপাশি ঝুঁকি নিয়ে চলাচল করেন বাসিন্দারা। দীর্ঘদিনেও এসব গ্রামীণ সড়কে উন্নয়নের ছোঁয়া না লাগায় ক্ষোভ স্থানীয়দের। সংশ্লিষ্টরা বলছেন, রাস্তাগুলোর অনুমোদন হলেও অর্থ বরাদ্দ না থাকায় সংস্কার করা যাচ্ছে না।
ক্ষোভ জানিয়ে স্থানীয়রা বলছেন, গোটা ইউনিয়নে গ্রামীণ সব সড়কের চিত্রই এক। বর্ষাকালে সড়কগুলো চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়ে। এসব সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কিছু রাস্তা নির্মাণের অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার হোসেন। বলেন, রাস্তাগুলোর তালিকা নিয়ে সেগুলো মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। রাস্তার অনুমোদন হয়েও গেছে। এখন শুধু বরাদ্দের অপেক্ষা।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, ৭টি ইউনিয়নের প্রায় ৪৪২ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। পর্যায়ক্রমে সবগুলো সংস্কারের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
এসজেড/
Leave a reply