বাংলাদেশি কৃষককে গুলিবিদ্ধ করেছে বিএসএফ

|

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিহের হালুয়াঘাটে বান্দকাটা সীমান্তে বিএসএফএর গুলিতে এক কৃষক আহত হয়েছেন। গুরুতর আহত ঐ ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার দুপুরে হালুয়াঘাটের গজিরভিটা ইউনিয়নের বান্দরকাটা গ্রামের আলতাব আলীর ছেলে কৃষক মোজাম্মেল হোসেন সীমান্ত সংলগ্ন এলাকায় ঘাষ খাওয়ানোর জন্য গরু চরাতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় মোজাম্মেল গুলিবিদ্ধ হন।

এলকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন। হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে তিনি।

২৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিইও লে. ক. আনিসুর রহমান জানান, সীমান্তে গুলি চালিয়ে কৃষক আহত করার ঘটনায় আজ বিএসএফএর সাথে পতাকা বৈঠক হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply