বিচার বহির্ভূত হত্যা-গুমে কেউ জড়িত থাকলে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হয়: পররাষ্ট্রমন্ত্রী

|

সিলেটে সংবর্ধনা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সরকার বিচার বহির্ভূত হত্যা-গুম চায় না। কেউ বিচার বহির্ভূত হত্যা-গুমে জড়িত থাকলে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হয়- বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে সিলেটের এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথা ব্যাথা শুরু হয়ে গেছে। নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কারো পরামর্শ বাংলাদেশের প্রয়োজন নেই।

মন্ত্রী আরও বলেন, পশ্চিমা দেশগুলোতে স্কুলে, শপিং মলে হামলা হয়; প্রতি বছরই হাজারের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলেও তা নিয়ে কোনো কথা নেই। বাংলাদেশে একটি ঘটনা ঘটলেই হুলস্থুল পড়ে যায়, যা দু:খজনক।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply