ক্ষমতা নয়, বিএনপির লড়াই জনগণের ভোটের নিশ্চয়তার জন্য: ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

ক্ষমতা নয় বিএনপি’র লড়াই জনগণকে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেয়ার। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।

শনিবার (৮ অক্টোবর) ঢাকা রিপোর্টারস ইউনিটিতে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল বলেন, বেআইনি হুকুমে যে কাজ হচ্ছে তার সব দায় শেখ হাসিনা এবং সরকারকে নিতে হবে। বৌদ্ধ এবং হিন্দুদের উপাসনালয় গুড়িয়ে দিয়ে সরকার মসজিদ এবং খুতবাতেও নিয়ন্ত্রণ কায়েম করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

পদের জন্য লড়াই না করে দেশকে রক্ষার লড়াইয়ে সামিল হতে দলের কর্মীদের প্রতি আহবানও জানান বিএনপি মহাসচিব। এ সময় দুর্নীতির তথ্য সাংবাদিকদের সংগ্রহে সরকার বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply