আয়ারল্যান্ডের পেট্রোল পাম্পে বিস্ফোরণ, নিহত ১০

|

আয়ারল্যান্ডের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে ১০ জনের এবং আহত হয়েছেন ৮ জন। খবর গালফ টুডের।

শনিবার (৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। এর আগে শুক্রবার দোনেগাল কাউন্টিতে হয় এ দুর্ঘটনা। পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে বিস্ফোরণ ঘটে জ্বালানি স্টেশনটিতে। এর ফলে ধসে পড়ে কার্যালয় ভবনের ছাদ, উড়ে যায় দরজা জানালা। বিস্ফোরণের ফলে গোটা ভবনে আগুন ধরে যায়।

খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিহতদের মধ্যে ৩ শিশু-কিশোর রয়েছে। এছাড়া চারজন পুরুষ ও ৩ নারীর মৃত্যু হয়েছে এ ঘটনায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শোক জানিয়েছেন আইরিশ প্রধানমন্ত্রী মিশেল মার্টিন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply