থলি থেকে টাকা চুরি, ভিক্ষুকের আহাজারি

|

সাতক্ষীরা প্রতিনিধি :

ভিক্ষুক সুফিয়া বেগম। সাতক্ষীরা শহরের অলিগলিতে ভিক্ষা করে বেড়ান। ভিক্ষার থলিতে ছিল চাল, ভাত, একটি পেয়ারাসহ নগদ ৭০০-৮০০ টাকা। রোববার (৯ অক্টোবর) দুপুরে শহরের খুলনা রোড মোড় বঙ্গবন্ধু মোরালের পাশ থেকে চুরি হয়ে যায় ভিক্ষুকের সেই থলিটা। ভিক্ষার থলি হারিয়ে এখন নিঃস্ব তিনি।

সুফিয়া বেগম সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী এলাকার মৃত. আজিমুদ্দীন গাজীর মেয়ে। স্বামীও মারা গেছেন। অসহায় হয়ে করেন ভিক্ষাবৃত্তি। তার দেয়া তথ্যে বাড়িতে দু’টি মেয়ে আছে।

কাঁদতে কাঁদতে সুফিয়া বেগম জানান, দুপুরের দিকে আমি থলিটা রেখে পাশে গিয়েছিলাম এসে দেখি থলিটা নেই। এখন আমি কী করবো। বাড়িতে মেয়েদের কী খাওয়াবো, কী দিয়ে ওষুধ কিনবো।

থলিতে কী ছিল জানতে চাইলে সুফিয়া বেগম বলেন, থলিতে ভাত, চাল, একটা পেয়ারা ও কিছু টাকা ছিল। তিনটি ১০০ টাকার নোট ও ২০ টাকার নোট ছিল আর কিছু খুচরা পয়সা। সব মিলিয়ে ৭০০-৮০০ টাকা হবে।

সেখানকার ফলের দোকানী মোহাম্মদ হাবিবুল্লাহ্ জানান, মহিলাটি বোতল কুড়ায় ও ভিক্ষা করে। অসহায় মানুষ। শুনছি তার ব্যাগটা চুরি করে নিয়ে গেছে কেউ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply