নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ম্যাচ শেষে প্রেজেন্টেশন দেখে থাকলে অনেকের মনে প্রশ্ন জাগবে সাকিব কি জাতীয়তা বদলে ফেলেছেন নাকি। প্রেজেন্টেশনের মঞ্চে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বলে পরিচয় করিয়ে দিয়েছেন উপস্থাপক ক্রেইগ ম্যাকমিলান।
নিউজিল্যান্ড দলের সাবেক ক্রিকেটার ম্যাকমিলান বর্তমানে কোচিংয়ের পাশাপাশি ধারাভাষ্যের সাথে যুক্ত আছেন। চলতি ‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও আছেন ধারাভাষ্যের দায়িত্বে। তিনি আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে প্রেজেন্টশন মঞ্চে উপস্থাপনা করতে আসেন।
সে সময় সাকিবের সাথে কথা বলার শুরুতে টাইগার ক্রিকেটের পোস্টার বয়কে পরিচয় করিয়ে দিতে গিয়ে ম্যাকমিলান বলেন, ‘আমার সঙ্গে আছেন পাকিস্তানের অধিনায়ক সাকিব আল হাসান।’
অবশ্য ভুল করেই এমন কাজ করে ফেলেছেন ম্যাকমিলান।
/এনএএস
Leave a reply