সৌদির সাথে হার: হার্ট অ্যাটাকে মারা গেলেন মিশরীয় টিভি ভাষ্যকার

|

সোমবার রাতে সৌদি আরবের সাথে ২-১ গোলে হেরেছে মিশর। খেলা শেষ হওয়ার পর স্থানীয় ‘নাইল স্পোর্টস’ টিভি চ্যানেলে এক লাইভ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য স্টুডিওতে হাজির হয়েছিলেন সাবেক মিশরীয় ফুটবলার আবদেল রহিম মোহাম্মদ।

কিন্তু নিজ দেশের পরাজয়ে অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছিলেন রহিম। অবশ্য মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায়ই টিভি অনুষ্ঠানে নিজের ম্যাচ সম্পর্কে নিজের পর্যবেক্ষণ জানাতে প্রস্তুত ছিলেন তিনি। তবে লাইভে যাওয়ার কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাকের শিকার হন মিশরীয় একটি ক্লাবের সাবেক এই কোচ।

দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে ডাক্তাররা বহু চেষ্টা করেও রহিমকে রক্ষা করতে পারেননি। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার সাথে স্টুডিওতে হাজির হওয়া আরেক সাবেক খেলোয়াড় আহমদ ফাওজি বলেন, ‘খেলা শেষ হওয়ার পর তাকে খুব মর্মাহত দেখাচ্ছিল। হেরে মিশরীয় টিমের বিশ্বকাপ থেকে বিদায় নেয়া তাকে গভীরভাবে আলোড়িত করেছিলো।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply