ছবি: সংগৃহীত
স্বস্তির নিঃশ্বাস ভারতের বিহার রাজ্যের চম্পারণ জেলার বাসিন্দাদের মধ্যে। গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে মানুষখেকো বাঘটি। এলাকার ত্রাস হয়ে ওঠা বাঘটি কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে। বাঘটি মারা যাওয়ার পর গ্রামবাসীরা বাঘের লোম ছিঁড়ে উল্লাস করেছে।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, বাঘটিকে দেখামাত্র গুলি করে মারার নির্দেশ জারি করেছিল প্রশাসন।
শনিবার (৮ অক্টোবর) বিকেলের দিকে বাঘটিকে ঘায়েল করতে সক্ষম হয়েছেন বনকর্মীরা। গ্রামবাসীরা আখের ক্ষেতে বাঘের উপস্থিতি টের পেয়ে বন দফতরে খবর পাঠায়। এরপর গুলি করে বাঘটিকে হত্যা করা হয়। নিথর দেহ থেকে লোম, গোঁফ ছিঁড়ে উল্লাসে ফেটে পড়ে গ্রামবাসীরা।
মারা যাওয়া বাঘটির বয়স সাড়ে তিন বছর। বিহারের চম্পারণ জেলার বাল্মীকি ব্যাঘ্র অভয়ারণ্যের পার্শ্ববর্তী অঞ্চলে কয়েকদিন ধরে উপদ্রব চলছিল তার। গত তিন দিনে নয়জনের প্রাণ নিয়েছে সে। এদের মধ্যে এক শিশুও রয়েছে।
/এনএএস
Leave a reply