জশ বাটলার ও অ্যালেক্স হেলসের ব্যাটিং ঝড়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো ইংল্যান্ড। হাই স্কোরিং প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের করা ২০৯ রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ২০০ রানে থামে অজিরা।
পার্থে সিরিজের বাটলার-হেলসের ফিফটিতে ৬ উইকেটে ২০৮ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ডের। বাটলার ৩২ বলে ৬৮ এবং অ্যালেক্স হেলস করেন ৫১ বলে ৮৪।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। মাত্র ১ রান করে ফেরেন ক্যামেরন গ্রিন। আরেক ওপেনার ওয়ার্নার ফেরেন ৪৪ বলে ৭৩ করে। এরপর আর কেউ হাল ধরতে না পারলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় অস্ট্রেলিয়াকে।
ইউএইচ/
Leave a reply