পশ্চিমতীরে সেনা হত্যাকারীর সন্ধানে জোরালো অভিযান চালাচ্ছে ইসরায়েল। এর জেরে গোলাগুলিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে চার ফিলিস্তিনি। খবর আল জাজিরার।
রোববার (৯ অক্টোবর) জেরুজালেমের তল্লাশিচৌকিতে এক হামলায় গুরুতর আহত হন ইসরায়েলের চার সেনা সদস্য। হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে নারী সেনা সদস্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত ওই সেনা সদস্যকে ১৮ বছর বয়সী নোয়া লাজার হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকিদের অবস্থাও সংকটাপন্ন।
সেই ক্ষোভেই পশ্চিমতীরের বিভিন্ন এলাকা এবং জেনিন শরণার্থী ক্যাম্পে চিরুনি তল্লাশি অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবহর। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গোলাগুলিতে নিহত চারজনের সবাই কিশোর। চলতি বছর ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ১১৪ ফিলিস্তিনি।
এসজেড/
Leave a reply