পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেন্টোরাস শপিংমলে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৯ অক্টবর) তিন বাহিনীর ১১২২ সদস্যের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। খবর দ্য ডনের।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার (ডিসি) ইরফান নওয়াজ মেমন বলেছেন, শপিংমলের সহযোগী আবাসিক টাওয়ারগুলি বর্তমানে সিলড রয়েছে। কর্তৃপক্ষ ভবনগুলোর কাঠামোগত সক্ষমতা যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেবে। এ ঘটনায় মলের কোনো দোকান কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভবনের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এ সময় লোকজনকে সেখান থেকে বের হয়ে আসতে দেখা যায়।
এটিএম/
Leave a reply