জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সমন্বয়ক টর ওয়েন্সল্যান্ড।
ইসরাইয়েলি বাহিনী ২০২২ সালের ১০ মাসে দখলকৃত পশ্চিমতীরে শতাধিক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে -বলে জানিয়েছে জাতিসংঘ। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
এর আগে, রোববার (৯ অক্টোবর) দেয়া এক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়ক টর ওয়েন্সল্যান্ড।
তিনি বলেন, ফিলিস্তিনের পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে স্থানীয় বাসিন্দাদের সাথে বেপরোয়া ও নৃশংস আচরণ করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। সমস্যা সমাধানে ইসরায়েলকে পেশিশক্তির পরিবর্তে রাজনৈতিক তৎপরতা চালাতে উৎসাহিত করেন জাতিসংঘের এ কর্মকর্তা।
এদিকে, ফিলিস্তিনিদের দাবি, এ বছর পশ্চিমতীরে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে ইসরাইল।
প্রসঙ্গত, আসামি ও সন্ত্রাসী ধরার কথা বলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে নির্বিচারে তাদের গুলি করে হতাহত করছে ইসরাইলি বাহিনী। এমনকি রাতেও ফিলিস্তিনিদের বাড়িতে ঢুকে গুলি চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
/এসএইচ
Leave a reply