যমুনা টিভিতে সংবাদ প্রকাশের পর কলেজ থেকে সরানো হচ্ছে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কোনাবাড়িতে থানা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে মুড়ে ফেলা হয় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা পড়ে গুরুত্বপূর্ণ স্থাপনা। এ ঘটনায় বিরক্ত হয়ে স্থানীয় শিক্ষার্থী আর অভিভাবকরা জঞ্জাল অপসারণের দাবি জানান।

পরে যমুনা টিভিতে সংবাদ প্রকাশের পর গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ থেকে সরানো হচ্ছে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন।

উল্লেখ্য, দশ বছর পর আগামী ১৫ অক্টোবর হতে যাচ্ছে গাজীপুর সিটির কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনে নেতৃত্বে আসতে পদপ্রার্থীরা প্রচারে নেমেছেন। ব্যানারে শোভা পাচ্ছে সভাপতি-সাধারণ সম্পাদকসহ নানা পদের প্রার্থীদের ছবি।

বাদ যায় না কলেজের ফটক, অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, পাশের স্কুল এমনকি উড়ালসড়কও।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply